মোঃ জাহিদুল ইসলাম,
দীর্ঘ ২০ বছর পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান
বরিশাল, নিজস্ব প্রতিবেদক দীর্ঘ ২০ বছর পর আগামী ২৬ জানুয়ারি বরিশাল সফরে আসছেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দায়িত্ব নেওয়া নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
তারেক রহমানের বরিশাল আগমনের খবরে দক্ষিণাঞ্চলজুড়ে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বরিশাল বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, তারেক রহমানের বরিশাল আগমন কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত হয়েছে। প্রিয় নেতাকে বরিশালে স্বাগত জানাতে সার্বিক প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে একটি প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে।
নির্বাচনী জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বরিশাল মহানগর বিএনপি এবং ‘সুপার ফাইভ’ সদস্যরা অংশ নেবেন।
এর আগে ২০০৬ সালে বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সর্বশেষ বরিশাল সফর করেন তারেক রহমান। সে সময় তিনি সদর উপজেলার সাহেবের হাটে শহীদ জিয়াউর রহমান কলেজের উদ্বোধনসহ বাকেরগঞ্জে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের বরিশাল সফরের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বেলস পার্কের এই নির্বাচনী জনসভা একটি বড় সমাবেশে রূপ নিতে পারে বলে দলীয় নেতাদের ধারণা।

