৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, “জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।”
তারেক রহমান বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ছিল আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। এই বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করে দেশকে নতজানু নীতিতে পরিচালনা করেছে, আর বিরোধী রাজনীতির ওপর চালিয়েছে দমননীতি, গুম-খুন ও অপশাসনের রাজত্ব।
তারেক রহমান বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পতনের পর গণতন্ত্রের মুক্তির পথ উন্মুক্ত হয়েছে। এখন প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মৌলিক মানবাধিকার নিশ্চিত করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।”
বাণীর শেষে তিনি দেশবাসীকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

