প্রায় দেড় যুগ পর রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। দীর্ঘদিন পর দলের প্রধান কার্যালয়ে তার সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধুমাত্র সীমিতসংখ্যক বিএনপির সিনিয়র ও দায়িত্বশীল নেতাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাবের ডগ স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের মধ্যে তারেক রহমানকে এক নজর দেখার আগ্রহ ও আবেগ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
দলীয় নেতাদের মতে, দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতি বিএনপির রাজনৈতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই উপস্থিতিকে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

