টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, মাননীয় পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের সার্বিকদিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়মিতভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড,বাজার এলাকা ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।অভিযান চলাকালে পুলিশ সদস্যরা মোটরসাইকেল প্রাইভেটকার,ট্রাক সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালাচ্ছেন।
এ সময় অবৈধ যানবাহন কাগজ পত্রবিহীন মোটরসাইকেল ও সন্দেহজনক যানবাহন আটক করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি নিয়মিতভাবে মামলা ও প্রসিকিউশন দাখিল করা হচ্ছে।
জেলা পুলিশ আরও জানায় অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি সাধারণ জনগণের চলাচলে যেন কোনো প্রকার হয়রানি না হয়সে বিষয়েও পুলিশ সদস্যদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে টাঙ্গাইল জেলা পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে অপরাধ দমন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অপরাধ বা অপরাধী সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের নির্ধারিত মাধ্যমে জানালে তা গুরুত্বসহকারে গ্রহণ করা হবে।

