সিলেট ব্যুরো:-
সিলেটের জৈন্তাপুর উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামে ঘুমন্ত পরিবারের উপর হামলা, বাড়ীঘর ভাংচুর, নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র লুটের ঘটনা ঘটেছে। এসময় হামলায় ৪ জন আহত হয়েছেন আহতরা হলেন, কেন্দ্রী গ্রামের আব্দুল্লাহ মিয়ার স্ত্রী জাকিয়া বেগম (৩০), নুনু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৩০), নুনু মিয়ার ছেলে আলী হোসেন (১৩), মৃত আনছার মিয়ার স্ত্রী আজিরুন নেছা (৩৫)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২:০০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমিরুন নেছা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। মামলার প্রধান আসামী মো. আব্দুল মতিন (৪৫)কে গ্রেফতার করেছে জৈন্তাপুর থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, স্হানীয় ফার্মেসী ব্যবসায়ী ও ভুমি খেকো আব্দুল মতিন ও তার বাহিনী এ হামলা চালায়। জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে। এর আগেও দুইবার হানলা চালানো হয় এই পরিবারের উপর। শুক্রবারও এই পরিবারের উপর হামলা চালায় ভুমি খেকো চক্রের সদস্য কেন্দ্রী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. আব্দুল মতিন (৪৫), আব্দুল মতিনের ছেলে রায়হান আহমদ (২০), জুবেল আহমদ (৪৫), মৃত আবুল কালামের ছেলে রুবেল আহমদ (২২), রইছ উদ্দিনের ছেলে ছইফুল ইসলাম (৩০), আব্দুল মতিনের স্ত্রী মনোয়ারা বেগম (৩৬) সহ অজ্ঞাত ব্যাক্তিরা।
রাত ২ টায় হামলা করে বাড়ী ঘরে ভাঙচুর চালায়, এবং আসবাবপত্র সহ নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। বর্তমানে মতিন বাহিনী একটি ছোট মুদির দোকান দখলের হুমকী দিচ্ছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,, ইতেপূর্বে জমি সংক্রান্তের জের নিরহি পরিবারের উপর দুইবার হামলা চালায় আব্দুল মতিনরা। তাদের বিরুদ্ধে অসহায় পরিবার বাংলাদেশ সেনাবাহিনীর সেনা ক্যাম্প জৈন্তাপুরে অভিযোগ দিলে ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে ঘুমন্ত পরিবারের উপর হামলা করেছে। বর্তমানে নিরিহ পরিবারের একটি ছোট মুদির দোকান রয়েছে সেটি দখলের হুমকী দিয়ে আসছে ভুমি খেকোরা।
এলাকাবাসী জানান, ঘুমন্ত পরিবারের উপর হামলার চিৎকার শুনে এগিয়েে এসে হামলাকারীদের কবল থেকে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহতরা সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ২১শে ফেব্রুয়ারী গভীর রাতে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার দিকে মামলার প্রধান আসামী মতিনকে গ্রেফতার কার হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।