সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলমুক্ত ও সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ** মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ রোডস্থ শিশু উদ্যানের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল,ইসমাইল মাহমুদ, আহমেদ ফারুল মিল্লাদ, কবি জাভেদ ভূঁইয়া, আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন, রাজনৈতিক নেতা তুহিন চৌধুরী, শিক্ষক ফুয়াদ ইসলাম সহ আরও অনেকে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে শিশু উদ্যান অবৈধ দখলমুক্ত করার দাবি জানান। অন্যথায়,সর্বস্তরের জনগণকে নিয়ে নিজেরাই দখলমুক্ত করার ঘোষণা দেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,সংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।