সিলেট ব্যুরো:- সিলেট নগরীতে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড নির্ধারণ করে দিয়েছে সিলেট সিটি করপোরেশন। মহানগরের ৩০টি স্থানে এই স্ট্যান্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। উল্লেখিত ৩০ টি বৈধ স্ট্যান্ড ছাড়া বাকি সকল স্ট্যান্ডই অবৈধ।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখন থেকে মহানগরের আম্বরখানা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মদিনা মার্কেট, পাঠানটুলা, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, তেমুখী, টুকের বাজার, ভার্থখলা ক্বীন ব্রীজ সংলগ্ন, বাবলা পয়েন্ট, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্ত্বর, সামাদ চত্ত্বর, শেখঘাট জিতু মিয়া পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, শাহপরান মেইন গেইট, মেজরটিলা ইসলামপুর বাজার, বালুচর পয়েন্ট এম.সি কলেজ ছাত্রাবাস সংলগ্ন, কুশিঘাট, সিলেট এম. এ. জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখে, ধোপাদিঘীরপাড় এম. এ. জি ওসমানী শিশু উদ্যান, কাজিটুলা বাজার, জেল রোড পয়েন্ট, শাহী ঈদগাহ পয়েন্ট, কদমতলী ওভারব্রীজ সংলগ্ন, ভার্থখলা, চন্ডিপুল, সিরামপুর, জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ, সিসিক ২৮ নং ওয়ার্ডের মকন দোকান বাজার, শিববাড়ি বাজার।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, মহানগরের যানজট নিরসনে দীর্ঘ দিন ধরে নানা পরিকল্পনা হাতে নিচ্ছে সিসিক। গত বছর মহানগরের ৩০টি স্থানে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড করার পরিকল্পনা করা হয়। তা কার্যকর হয়েছে।
প্রবণতা
- মামলাবাণিজ্য বন্ধে পুলিশের নির্দেশনা : রাজনৈতিক চাপে মানছে কোন থানা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকে সম্মাননা
- হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তি: নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- মামলা ও অভিযোগ ছাড়াই অভিনেত্রী আটক : তীব্র সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার
- ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
- হাতিয়ায় চতুর্থ বিয়ের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
- মুরাদনগরে নববর্ষকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা