সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি ও ভেজাল খাদ্য প্রতিরোধে বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে সোমবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে ট্রাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এ সময় বেশ কয়েকটি ফলের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইনের আওতায় ৫টি মামলায় মোট ৯,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন; মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে,যাতে অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের হয়রানি করতে না পারে।
উল্লেখ্য, রমজান মাসে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।