সত্যজিৎ দাস:
সিলেট-আখাউড়া রেলপথ একসময় ছিল নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম, কিন্তু দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে এটি এখন বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে শ্রীমঙ্গল থেকে কুলাউড়া পর্যন্ত রেললাইন ও সেতুগুলো ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
চুরি হয়ে যাওয়া নাট-বোল্ট,হুক ও ক্লিপের কারণে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ট্রেন চলাচলের সময় লাউয়াছড়া বনের ভেতর প্রায়ই থেমে যায়,আর কুলাউড়া থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ১০টিরও বেশি সেতু মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
শ্রীমঙ্গল,কমলগঞ্জ ও মৌলভীবাজারের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ট্রেনে আসা ভ্রমণপ্রেমীরা রেলপথের বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়ছেন। ধীরগতি ও অনির্ধারিত বিরতির ফলে তাদের যাত্রা হয়ে উঠছে কষ্টকর।
প্রতি মাসে ঢাকায় যাতায়াত করা ব্যবসায়ীরা জানান,সিলেট-শায়েস্তাগঞ্জ রেলপথ এতটাই নাজুক যে ট্রেন প্রায়ই থমকে যায়। পরিত্যক্ত স্টেশনগুলো চালু না করায় দুর্ভোগ আরও বেড়েছে।
রেলওয়ের কুলাউড়া জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হক সোমবার (২৪ ফেব্রুয়ারী) জানান,’চুরি যাওয়া যন্ত্রাংশ পুনরায় লাগানোর কাজ চলছে’।
শ্রীমঙ্গল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল্লাহ বলেন,’ঝুঁকিপূর্ণ সেতুগুলো পর্যায়ক্রমে মেরামত করা হচ্ছে,তবে লাউয়াছড়া বনাঞ্চলে ট্রেন চলাচলে কিছু সমস্যা হয়’।
যাত্রী-পর্যটক সহ জেলার সচেতন নাগরিকরা দাবি করছেন,’অবিলম্বে রেলপথ সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক। দ্রুত ব্যবস্থা না নিলে যাত্রীদের জীবন ঝুঁকিতে থাকবে এবং পর্যটনশিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে’।