সিলেট ব্যুরো:-
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজারে খেলা সংক্রান্ত জেরে আতর্কিত হামলায় গুরুতর আহত ইউনিয়নের ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড় বাহার উদ্দিন এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
অভিযোগ সুত্রে জানা যায় গতকাল ১৩ ফেব্রুয়ারি রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় ০২নং পশ্চিম জাফলং ইউনিয়নের অন্তর্গত আহারকান্দি বাজারস্থ আব্দুস শহিদের দোকানঘরের সামনে পাকা রাস্তার উপর পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য ও বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিয়ন কমিটির যুগ্ম আহব্বায়ক সাবেক ছাত্রলীগ নেতা সিরাজ উদ্দৌলা সুমন পার্শ্ববর্তী গ্রামের ফুটবল ও ক্রিকেটার বাহার উদ্দিন এর উপর কাঠের লাটি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করেন।
এতে গুরতর আহত অবস্হায় তাকে দ্রুত গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতাল প্রেরণ করেন।মেডিকেল ভর্তি করার পর সিটি স্ক্যানও করেন ডক্টর রিপট লেখা পর্যন্ত তাহার অবস্থার কোন উন্নতি হয় নাই।এ ব্যাপারে বাহার এর ভাই ফরিদ উদ্দিন গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ফরিদ উদ্দিন বলেন, সুমন এলাকার একজন চিহ্নিত দাঙ্গাবাজ লোক। সে বিগত ফ্যাসিবাদ আমলে বাবা মুক্তিযোদ্ধা ও সে নিজেকে ছাত্রলীগ যুবলীগ নেতা দাপট দেখিয়ে ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
তার বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলত না। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে।
এতে বক্তারা এমন ঘটনার নিন্দা প্রতিবাদ ও আসামী সুমনকে গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেডাম দিয়েছেন এলাকার যুব সমাজ।প্রতিবাদে আগামীকাল শনিবার বাদ মাগরিব আহারকান্দি বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ।অভিযুক্ত সুমনের মুঠোফোন কথা বলার চেষ্টা করলে তাহার মোবাইলে সংযোগ স্থাপন করা যায়নি।