উৎফল বড়ুয়া, সিলেট:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের এবারের আসরের সিলেট পর্ব শেষ হচ্ছে মঙ্গলবার (১২ জানুয়ারি)। কয়েকদিনের টানটান উত্তেজনার পর আজ শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল ম্যাচগুলোর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট গত ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। সংগত কারনে বিসিবির সিদ্ধান্ত অনুসারে চট্টগ্রামের বিপিএল পর্বগুলো সিলেটে অনুষ্ঠিত হয়ে আজ শেষ হচ্ছে।
এবারের বিপিএলের এই পর্বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেশ কয়েকটি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়। নাটকীয় জয়, সেঞ্চুরি ও হ্যাটট্রিকের মতো ঘটনার মধ্য দিয়ে দর্শকরা পেয়েছেন বিনোদনের পূর্ণ প্যাকেজ। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন।
আজ অনুষ্ঠিত হবে সিলেট পর্বের শেষ ম্যাচ। সিলেট ও রংপুর মুখোমুখি হবে দুপুর ১ টায় এবং ঢাকা–রাজশাহী মুখোমুখি হবে সন্ধ্যা ৬ টায়।
সিলেট পর্ব শেষ হলেও বিপিএলের উত্তাপ থামছে না। সিলেটের পর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকায়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার লড়াইয়ে দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা এখন আরও তীব্র হয়ে উঠবে। আজ বিপিএল সিলেট পর্ব শেষ করে আগামী ১৫ জানুয়ারি ঢাকার মাঠে ফিরবে।

