ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারি চালিত অটো রিকশার চালকের ছুরিকাঘাতে জীবন মিয়া (২৫) নামে এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের সড়কবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জীবন মিয়া ভিআইপি সুইটমিট দোকানের কর্মচারী ও উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দোকানে ভ্যান দিয়ে মিষ্টি নিয়ে আসার পথে সড়কে জীবন মিয়ার সাথে অটোরিকশা রিকশা চালক সাফায়তের ঝগড়া হয়। এক পর্যায় সাফায়েত ধারালো ছুরি দিয়ে জীবনের বুকে আঘাত করে। এতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে। স্থানীয় লোকজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দোকানের অন্যান্য লোকজন ও পথচারীরা অটো চালককে আটক করে মারধর করে। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ভিআইপি সুইট মিটের মালিক মো: গোলাম মোস্তাফা বলেন, সাফায়েত দীর্ঘ দিন ধরে তার দোকাকে কাজ করছেন। প্রতিদিন তৈরী করা মিষ্টি ভ্যান গাড়ি দিয়ে দোকানে নিয়ে আসেন। ভ্যান গাড়ি অটো রিকশার সাথে লাগায় এ ভাবে প্রকাশ্যে ছুরিঘাত করে হত্যা করবে তা মেনে নেওয়া যায় না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী মেডিকেল অফিসার মো: জিলানী বলেন, সন্ধ্যায় বেশ কয়েকজন লোক মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত চালককে আটক রাখা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।