রাজধানীর ফার্মগেট মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করেছেন। ঘটনা তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানা নিহত হওয়ার পর তার হত্যার বিচার দাবিতে সংঘটিত হয়।
সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে ফার্মগেটসহ আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
অবরোধ চলাকালে অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। যাত্রীরা শিক্ষার্থীদের অনুরোধ করেন, সড়ক বন্ধ না করে তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করতে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সাকিবুল হাসান রানা (১৮) আহত হন। চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তিনি মারা যান।

