জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায়। তবে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্তও ভোট গণনা শেষ হয়নি। ফলে এখনও ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে লড়েছেন ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হচ্ছে। এতে গণনা প্রক্রিয়া ধীরগতির হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা যাবে।
তিনি বলেন, “বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৯টার পর সব ব্যালট বাক্স সংগ্রহ করা সম্ভব হয়। নিয়ম অনুযায়ী সব ব্যালট বাক্স না আসা পর্যন্ত গণনা শুরু করা যায়নি। তাছাড়া ম্যানুয়াল গণনায় শুরুর দিকে ধীরগতি ছিল। আজ থেকে গণনার গতি বেড়েছে।”
অন্যদিকে, ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। গণিত বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, “২১টি হলের মধ্যে দুইটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি হলগুলোর ভোট গণনায় প্রত্যেকটিতে প্রায় এক ঘণ্টা সময় লাগছে। এভাবে হলে চূড়ান্ত ফল দিতে আরও দীর্ঘ সময় লাগবে।”
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে হাবীবা বলেন, “গতকাল সন্ধ্যা থেকে ফলাফলের জন্য অপেক্ষা করছি। কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না কবে গণনা শেষ হবে। এতে নির্বাচনের আনন্দটাই নষ্ট হয়ে যাচ্ছে।”

