জাতীয় যুবশক্তি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে, ২৭ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় বাংলা এডিশন নামক একটি অনলাইন পোর্টাল ও এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ঢাকা উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনের নিখোঁজ হওয়ার প্রসঙ্গে একটি উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও পক্ষপাতদুষ্ট রিপোর্ট প্রচার করা হয়েছে। উক্ত প্রতিবেদনে সম্পূর্ণ মনগড়া তথ্যের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তিকে গুমের সঙ্গে যুক্ত করার দাবি করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও দায়িত্বহীন সাংবাদিকতার বহিঃপ্রকাশ।
আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি—কে. এম. মামুনের নিখোঁজ হওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির কোনো সম্পৃক্ততা নেই। উক্ত অভিযোগ নিছক মিথ্যাচার ও আমাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। জাতীয় যুবশক্তি সর্বদা সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান করে এসেছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়নি।
আমরা নিন্দা জানাই যে, প্রতিবেদনে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া হয়নি, সত্য যাচাই করা হয়নি এবং একপাক্ষিক তথ্য পরিবেশন করা হয়েছে। এটি শুধু গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সাংবাদিকতার নৈতিকতার জন্যই নয়, বরং সমাজে বিভ্রান্তি সৃষ্টির একটি গুরুতর হুমকি।
জাতীয় যুবশক্তি একটি গণতান্ত্রিক ও দেশপ্রেমিক যুব সংগঠন, যা ৭ দফা যুব ইশতেহারের আলোকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি—ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে সত্য যাচাই ও আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণ নিশ্চিত হোক। একইসাথে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কে. এম. মামুনের নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে—বাংলাদেশের যুব সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। সত্য, ন্যায় ও সমতার পথে আমরা তরুণদের পাশে থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাব।
প্রেরক:
মুহাম্মাদ আসাদুল্লাহ
যুগ্ম আহ্বায়ক
শাওন মাহফুজ
যুগ্ম সদস্য সচিব
প্রেস উইং, জাতীয় যুবশক্তি
যোগাযোগ: +880 1717-547388, 01712706833







