আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এটি ছয় দিনের মধ্যে দেশটিতে তৃতীয় ধাক্কা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে স্থানীয় কুনার প্রাদেশিক হাসপাতালে কমপক্ষে ১৭ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির চূড়ান্ত তথ্য এখনও প্রকাশিত হয়নি।
গত রোববার কুনার ও নাঙ্গারহার প্রদেশে ৬.০ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছিল। এরপর মঙ্গলবার ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে ক্ষয়ক্ষতি আরও বাড়ে। এ ঘটনার মধ্যেই বৃহস্পতিবার রাতের ভূমিকম্পে আবারও দেশের মানুষ কেঁপে ওঠে।
সরকারি তথ্য অনুযায়ী, আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২শ’র বেশি। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার কার্যক্রম এখনো চলমান। পাহাড়ি ও দুর্গম এলাকায় অবস্থানের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ভূমিকম্পে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ৬ হাজার ৭শ’র বেশি ঘরবাড়ি। সর্বমোট অন্তত ৮৪ হাজার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।