দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে এই ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলীয় অঞ্চলে। ভূমিকম্পটি মিন্দানাওয়ের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ৫৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথমে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৭ হিসেবে রেকর্ড করা হয়। শক্তিশালী কম্পন অনুভূত হলেও ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।
ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। ফলে ভূমিকম্প মোকাবিলায় দেশটির প্রশাসন ও সাধারণ জনগণ নিয়মিত সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখে।
