শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে এক গুদামঘর থেকে ২ টি ট্রান্সফরমা সহ নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গুদাম ঘরের মালিক আমিনুল ইসলাম (৫০) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার আদানির মোড় সংলগ্ন বকসাপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমিনুল হক একই এলাকার মৃত সাহাজ উদ্দিন বোদার ছেলে। উদ্ধার হওয়া ওইসব বৈদ্যুতিক মালামালের মূল্য প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: ওয়াদুদের নির্দেশে উল্লেখিত গুদাম ঘরে তল্লাশি চালায় পুলিশের একটি দল। ওইসময় ওই গোডাউনের ভিতরে কাগজপত্র বিহিন একটি বড় ট্রাকে থাকা ২ টি ট্রান্সফরমা এবং নেসকোর বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে তা জব্দ করা হয়। আটক করা হয় মো: আমিনুল ইসলামকে।
বিষয়টি জানার পর ঘটনাস্থলে ছুটে যান নেসকোর সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, পুলিশের উদ্ধার করা ওই মালামালগুলো সৈয়দপুরের নেসকোর। মাস খানেক আগে সেগুলো চুরি হয। সেই সময় এ ব্যাপারে অভিযোগও দেওয়া হয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আ: ওয়াদুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমা চোরের সক্রিয় সদস্যরা একটি ট্রাকে করে চুরি করে আমিনুল হকের বাসার পাশে একটি গুদামঘরে সংরক্ষণের চেষ্টা করছে। ওই সময় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সদস্যের কয়েকজন পালিয়ে গেলেও মুল হোতা আমিনুল হক কে আটক করতে সক্ষম হই। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।