উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার রাতে জেলা ক্রীড়া অফিসার এর কার্যালয় থেকে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, এ সময় উপস্থিত ছিলেন সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে দাতা সদস্য আব্দুল লতিফ মোল্লা, রূপায়ণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মাসুম, সরকারি শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাহবুব ইসলাম ধনু, শিকারপুর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মহসিন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান শরীফ রুমী ও প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বলেন, আজকের তরুণ আগামী দিনের যুবক তাই প্রত্যেকটি তরুণ ও যুবককে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে খেলার মাঠে ফিরতে হবে।
যদি তরুন ও যুবকেরা খেলার মাঠে ফিরে আসে তাহলে আশা করি সমাজ থেকে মাদক নামক অভিশাপ থেকে সমাজ রক্ষা পাবে।
তাই সমাজের প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ অবস্থান থেকে ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টার আহ্বান জানান।







