টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ বিসিবি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। বৈঠকে লিটন দাস, মোস্তাফিজুর রহমানসহ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। কয়েক সপ্তাহ ধরে চলা অচলাবস্থার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়েই অংশ নিতে হবে।
এর আগে ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কঠোর অবস্থান নেয়। তবে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে একদিন সময় দিয়েছে আইসিসি। ফলে আজকের মধ্যেই বিসিবির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো প্রয়োজন।
বৈঠকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের পটভূমি ও বর্তমান পরিস্থিতি ক্রিকেটারদের জানাবেন ক্রীড়া উপদেষ্টা। পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে খেলোয়াড়দের মতামতও শোনা হবে।
আইসিসির নির্ধারিত সময়সীমার মধ্যে এই বৈঠকের পরই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে কি না, সে বিষয়ে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

