মো:দিল,সিরাজগঞ্জ
” ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রোজিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আফছার আলী ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল পরিক্পারমা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নাজমুল হুদা, শিক্ষক প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম,সহ-প্রধান শিক্ষক মোঃ শফিকুল আলম, সিনিয়র শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক মোঃ রাশিদুল হাসানসহ প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ৬০০/৪০০/২০০/১০০ মিনিটার দৌড় প্রতিযোগিত,গোলক নিক্ষেপ, উচ্চ লম্ফ,রশি জুড়ানো, মিউজিক চেয়ার ইত্যাদি।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।