চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে মো. শাহেদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহেদ শেখ আকনের বাড়ির নুরুজ্জামান ও কামরুজ্জাহান বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নুরুজ্জামান সম্প্রতি দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নতুন স্ত্রীকে আনেন। এ নিয়ে দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। বুধবার সন্ধ্যায় নুরুজ্জামান ও প্রথম স্ত্রী কামরুজ্জাহানের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ছুরি হাতে স্ত্রীকে আক্রমণ করতে যান। মাকে বাঁচাতে এগিয়ে গেলে ছেলের বুকেই ছুরিকাঘাত করেন নুরুজ্জামান। এতে ঘটনাস্থলেই শাহেদ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
শাহেদের মা কামরুজ্জাহান বেগম বলেন, “ও বাপ, আমারে কেন বাঁচাইতে গেলি! নিজের ছেলে কি কখনো বাবার হাতে খুন হয়?”
স্বজনরা জানান, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে সংসারে সাহায্য করতেন শাহেদ। মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পড়াশোনা শেষ করে চাকরি করবেন। কিন্তু বাবার ছুরিকাঘাতে তার সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেল।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আর্যরাজ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে শাহেদের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা কামরুজ্জাহান বাদী হয়ে স্বামী নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।