ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় আট বছরের এক শিশুর ধর্ষণ চেষ্টাকারীর মেয়ে জামাতার হামলায় শিশুটির মা-বাবা আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিশুটির মা খাদিজা বেগম এ ঘটনায় কাঁঠালিয়া থানায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের এক দরিদ্র দম্পতির দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েটি বুধবার (২২ অক্টোবর) রাতে দাদীর সাথে একটি মোবাইল নম্বর সংগ্রহ করার জন্য পাশের বাড়ি রওনা করে। এক পর্যায় শিশুটি বাড়ির সামনের দোকানের দিকে একা গেলে সেখানে থাকা স্থানীয় শাহআলম খান (৬০) শিশুটিকে পাশের জঙ্গলে ধরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটি শাহ আলমের হাতে কামড় দিয়ে দৌড়ে রাস্তায় এসে, নাছিমা বেগম নামের এক গৃহবধূকে বিষয়টি জানায়। খবর পেয়ে ক্ষোভে শিশুর মা ঝাড়ু দিয়ে শাহ আলমকে পেটায়।
এ সময় সেখানে উপস্থিত শাহআলমের মেয়ে জামেলা আক্তার ও মেয়ে জামাই সজিব মিলে ওই শিশুর মা ও বাবাকে পিটিয়ে আহত করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়েছে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত শাহআলম খানের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।