রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা,প্রতিনিধি):
জীবাশ্ম জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা থেকে বেরিয়ে এসে সবুজ জ্বালানি ও প্রকৃতিনির্ভর টেকসই কৃষি গড়ে তোলার আহ্বানে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা পাল্টাও, সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোল” শীর্ষক জনসমাবেশ।
বুধবার(২৩ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, যুব, কৃষক-কৃষাণী, শিক্ষক, গ্রিণ কোয়ালিশন ও পরিবেশকর্মীসহ অন্যান্যরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে বার্তা তুলে ধরে উপস্থিত ছিলেন।
বেসরকারি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম এর বাস্তবায়নে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফাইট ইনাকোয়িলিটি এ্যালায়েন্স-এর সহযোগিতায় বাস্তবায়িত কর্মসূচিতে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার,শিক্ষক নিমাই মন্ডল ,বারসিক কর্মকর্তা ওসমান গণি প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান খাদ্যব্যবস্থা জীবাশ্ম জ্বালানিনির্ভর হয়ে পড়েছে, যা কৃষির ভারসাম্য নষ্ট করছে ও জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এখনই সময় সবুজ জ্বালানি নির্ভর খাদ্য উৎপাদনের দিকে রূপান্তর ঘটানোর। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে স্থানীয় জ্ঞান, সূর্যের শক্তি, বাতাস ও মাটির সম্পদকে কাজে লাগানোর কথা বলেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে মাঠে ইংরেজি অক্ষরে “আমরা ৯৯” আকৃতি তৈরি করে দাঁড়ান, যা বৈশ্বিক বার্তা “৯৯%”-এর সঙ্গে সংহতি প্রকাশ করে বৈষম্যের বিরুদ্ধে সবার অবস্থান এবং ৯৯% এর শক্তির প্রতিনিধিত্ব করে।