মাহফুজুল হক পিয়াস, ইবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের “যৌনকর্মী” বলায় ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা মানববন্ধন করে।
মানববন্ধনে নেতাকর্মীরা নারী হেনস্তা বন্ধ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ ও চাঁদাবাজি-ধর্ষণ প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ইউসুব আলী, আন্তর্জাতিক ও বিতর্ক বিষয়ক সম্পাদক হাসানুল বান্না অলি, ছাত্র অধিকার সম্পাদক জাকারিয়া হোসাইনসহ শতাধিক নেতাকর্মী।
শাখা সেক্রেটারি ইউসুব আলী বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নারী শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করেছেন। ঢাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এর পাশাপাশি সারাদেশে চাঁদাবাজি ও ধর্ষণ চলছে। এসব অপকর্মের তীব্র নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, “ছাত্রদল শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা চাই আদর্শিক রাজনীতি, পেশিশক্তির রাজনীতি নয়। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”