মোঃ মামুন মোল্লা
খুলনার খানজাহান আলী থানার শিরোমনি বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন ২৫ নভেম্বর উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনের সভাপতি পদে আলহাজ্ব শেখ রেজাউল হক (তালা প্রতীক) ভোট পেয়েছেন ৬৮৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম ( চেয়ার প্রতি ) ভোট পেয়েছেন ৫৩৯ ।
সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিদুল ইসলাম ( প্রতীক গরুর গাড়ি ) ভোট পেয়েছেন ৬০৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ( প্রতীক হরিণ ) ভোট পেয়েছেন ৫৮২ । কার্যকরী সভাপতি শেখ আব্দুল হামিদ ( প্রতীক ডাব ) ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ ( প্রতীক মোমবাতি ৮৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল শেখ ( প্রতীক হাতি ) ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
সহ সাধারণ সম্পাদক শেখ ফরিদ ( প্রতীক টিউবওয়েল ) ৬৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন হোসেন বরকত ( প্রতীক দোয়াত কলম) ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । দপ্তর সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম মেরাজ ( প্রতীক গোলাপ ফুল ) ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । প্রচার সম্পাদক শেখ সাব্বির হোসেন ( প্রতীক ট্রাক ) ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন .।
কোষাধক্ষ্য মীর বাবুল আক্তার ( প্রতীক তলোয়ার) ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । কার্যকারী সদস্য মোঃ জামাল মোল্লা (প্রতীক ঘোড়া) ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন.। মোট ১২৬৬ ভোটের মধ্যে ১২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, সদস্য সচিব বাকেশী কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান এবং সদস্য ছিলেন মুন্সি মইনুল ইসলাম।
এই নির্বাচনের সার্বিক সহযোগিতা করেন শিরোমনি বাজার বণিক সমিতির এড হক কমিটির আহবায়ক অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খানজাহান আলী থানার সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাংবাদিক ইউনিটির কোষাধক্ষ গাজী মাকুল উদ্দিন, সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লা তারেক, সাংবাদিক ইউনিটি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু মিহির রঞ্জন বিশ্বাস ও এনটিভির অনলাইন প্রতিনিধি মোঃ তোফাজ্জেল হোসেন।







