বাংলাদেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রায় ৪৪ বছর ধরে দলটির সভাপতির দায়িত্বে থাকা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তরসূরি ঠিক করার সিদ্ধান্তে এগোচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় নেতারা জানিয়েছেন, শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নেতৃত্বের মূল ভূমিকায় দেখতে চান। পাশাপাশি বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের কংগ্রেসে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকার মতোই আওয়ামী লীগে ‘ফার্স্ট ফ্যামিলি’কে সামনে আনার নীতি গ্রহণ করা হয়েছে।
ভারতের দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা বর্তমানে দলের কার্যক্রম দূর থেকে পরিচালনা করছেন। জয় যুক্তরাষ্ট্রে থেকে গণমাধ্যমে দলের পক্ষে বক্তব্য দিচ্ছেন, অন্যদিকে পুতুল মায়ের পাশে থেকে দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করছেন।
সায়মা ওয়াজেদ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে ছুটিতে গিয়ে পুরো সময় রাজনীতিতে মনোযোগী হয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন এবং দলীয় কার্যক্রমেও যুক্ত হচ্ছেন।
অন্যদিকে দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যত উপেক্ষিত রয়েছেন। বর্তমানে শেখ হাসিনা ঘনিষ্ঠ হিসেবে কয়েকজন নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।
৭৬ বছরের বেশি সময় ধরে সক্রিয় আওয়ামী লীগ এখন ইতিহাসের অন্যতম সংকটময় সময়ে আছে। তবে দলটির নেতৃত্ব এখনও শেখ হাসিনা ও তার পরিবারের হাতেই কেন্দ্রীভূত রয়েছে।