গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা করা হবে। এর আগে বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্সের সংবাদদাতা আনবারাসান ইথিরাজন ইমেইলের মাধ্যমে এই সাক্ষাৎকার নেন।
বিবিসি জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর এটি শেখ হাসিনার সঙ্গে তাদের প্রথম সাক্ষাৎকার।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য ইনডিপেনডেন্টের মাধ্যমে তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। সবগুলো সাক্ষাৎকারই ইমেইলের মাধ্যমে নেওয়া হয়েছিল।
বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সব ধরনের ‘বিদ্বেষমূলক বক্তব্য’ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

