জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন শান্তিগঞ্জ থানার নবাগত ওসি ওলী উল্লাহ। আজ সন্ধ্যায় থানায় তাঁর কার্যালয়ে এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ের সময় শান্তিগঞ্জের মানুষদের শান্তিতে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জানান, মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান ‘জিরো টলারেন্স’ অর্থাৎ মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্বারোপ করবেন তিনি। এজন্য উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন নতুন এই ওসি।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, সদস্য কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, মামুন আহমদ ও সোলাইমান আহমদ কামরান।

