নাজমুল ইসলাম, (শরণখোলা,বাগেরহাট):
বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মো. শামীম তালুকদার (৩০) নামে শরণখোলার এক ঠিকাদার নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি পরিবারসহ বাগেরহাট শহরের মেগনিতলায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন শামীম। এ সময় ‘ফাল্গুনি পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস পেছন দিক থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদ-উল হাসান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শরণখোলার কদমতলা গ্রাম ও শহরের বাসায় নেমে আসে শোকের ছায়া।







