শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে ১৭ ডিসেম্বর নির্ধারিত ভোট গ্রহণ হবে না; পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২০ জানুয়ারি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বেলা ১১টায় ভবন-১-এর চতুর্থ তলায় একটি উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করে। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ছাত্রসংগঠনের নেতা এবং নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে।
তবে নতুন তারিখ ঘোষণা হলেও পুনঃতফসিলের দিন এখনও নির্ধারণ করা হয়নি। শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘নির্বাচনের নতুন তারিখ আজ সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা তিনটায় কমিশনের বৈঠকের পর সন্ধ্যার দিকে পুনঃতফসিল ঘোষণা করা হবে।’
এর আগে আজ বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে টানা সাড়ে তিন ঘণ্টা উন্মুক্ত আলোচনা করে। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সাজেদুল করিম। সভায় কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম, কমিশনার কামরুল ইসলাম এবং রাজিক মিয়া উপস্থিত ছিলেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র মজলিশ, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শিক্ষার্থী প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা এই সভায় উপস্থিত থেকে নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্তে একমত হন।
উল্লেখ্য, ১৬ নভেম্বর নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ১৭ ডিসেম্বর ভোট গ্রহণের ঘোষণা দিয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন, ছুটি সংক্রান্ত বিতর্ক এবং নির্বাচনের সম্ভাব্য বর্জনকে কেন্দ্র করে আজ নতুন তারিখ ঘোষণা করা হলো।







