সাবেক জাতীয় ক্রিকেট দলীয় তারকা এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে সমন করে দুদক অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলার তদন্ত সাপেক্ষে জিজ্ঞাসাবদের জন্য তলব করেছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তকারীর পাঠানো এক চিঠিতে সাকিবকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক বলেছে, শেয়ার বাজারে একটি কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাৎ হয়েছে—এর সঙ্গে সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এই মামলায় মোট ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানা গেছে।

