ভারতের পাঞ্জাব রাজ্যে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে হাজারো মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা ও ফিরোজপুরসহ বিভিন্ন জেলা পানিতে তলিয়ে গেছে। ফসল নষ্ট হয়ে গেছে, অনেকে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এই দুর্দশার মুহূর্তে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান।
শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’-এর মাধ্যমে তিনি এক হাজার ৫০০ পরিবারকে সহায়তার দায়িত্ব নেন। গত বৃহস্পতিবার স্থানীয় কয়েকটি এনজিওর সহায়তায় খাদ্যসামগ্রী, ওষুধ, মশারি, চাদর, বিছানা, গদি, পোশাক ও ত্রিপলসহ জরুরি সামগ্রী বিতরণ করা হয়। শুধু তা-ই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগও নিচ্ছে মীর ফাউন্ডেশন। এর আগে অমৃতসরের আরও ৫০০ পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ।
বন্যার ভয়াবহতা দেখে ব্যথিত শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “পাঞ্জাবের এমন দৃশ্য আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি প্রার্থনা করি, পাঞ্জাবের মনোবল যেন কখনো ভেঙে না যায়।” মুহূর্তেই তাঁর এই পোস্ট ভাইরাল হয়। নেটিজেনরা তাঁকে ‘ট্রু কিং’ ও ‘রিয়েল হিরো’ আখ্যা দিয়ে প্রশংসা করেন।
শুধু শাহরুখ নন, আরও অনেক বলিউড তারকা এগিয়ে এসেছেন এই দুর্যোগে। অক্ষয় কুমার জন্মভূমি পাঞ্জাবের জন্য বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন। সালমান খানের ‘বিইং হিউম্যান’ ফাউন্ডেশন দুর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠিয়েছে। মহামারির সময় মানবিক উদ্যোগের জন্য আলোচিত সোনু সুদ এবারও গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সহযোগিতা করছেন। রণদীপ হুদা সরাসরি দুর্গত এলাকায় উপস্থিত হয়ে সহায়তা দেন, আর গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ১০টি গ্রামের পুনর্বাসনের দায়িত্ব নেন।
চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, বলিউড তারকাদের এ ধরনের মানবিক উদ্যোগ শুধু ত্রাণ নয়, সাধারণ মানুষের মনে ভরসা জাগায়। যখন সরকারি সহায়তা পৌঁছাতে দেরি হয়, তখন পরিচিত মুখগুলোর দ্রুত পদক্ষেপ বাস্তব পরিবর্তন আনে। বিশেষ করে শাহরুখের মতো সুপারস্টার যখন নিজের বক্তব্য প্রকাশ করেন, তখন সাধারণ মানুষও অনুপ্রাণিত হয়ে সামর্থ্য অনুযায়ী সাহায্যে এগিয়ে আসেন।
করোনা মহামারির সময় থেকেই শাহরুখ খানের ‘মীর ফাউন্ডেশন’ আলোচনায় আসে। হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, আইসিইউ বেড তৈরি, হাজারো পরিবারকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ থেকে শুরু করে অ্যাসিডদগ্ধ নারী, ক্যানসার আক্রান্ত শিশু ও পথশিশুদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে এই সংস্থা।
পাঞ্জাবের বন্যায় শাহরুখের সর্বশেষ উদ্যোগ আবারও প্রমাণ করল—তিনি শুধু সিনেমার নায়ক নন, বাস্তব জীবনেও বড় মাপের মানুষ।

