অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার তেমুহনী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি অটোরিকশা ও মাইক্রোবাস পার্টসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে: আজাদ এন্টারপ্রাইজের ৩টি নতুন সিএনজি, সোহেল ট্রেডার্সের ১টি সিএনজিসহ পার্টসের দোকান, সুজন পার্টস, ইমন অটো, নূরু স্টোর এবং বন্ধু অটো। প্রাথমিকভাবে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেউ কেউ ধারণা করছেন, বিদ্যুৎ থেকে শর্টসার্কিট বা গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দোকান থেকে মালামাল বের করে আনার সুযোগ পাননি দোকানিরা। অনেকের সব বিনিয়োগ এক রাতেই পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত দোকানিদের ক্ষতিপূরণ এবং পুনরায় ব্যবসা গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে বৈদ্যুতিক নিরাপত্তা পরীক্ষা ও বাজার এলাকায় অগ্নিনির্বাপক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

