বলিউড ও হলিউড তারকা দম্পতি প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে গত ১ ডিসেম্বর। ২০১৮ সালের ২ ডিসেম্বর ভারতের যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে পারিবারিক রীতিনীতি অনুসরণ করে জমকালো অনুষ্ঠানে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিবাহবার্ষিকীর বিশেষ এই দিনে স্ত্রী প্রিয়াংকার সঙ্গে কাটানো মুহূর্ত সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন নিক জোনাস। মার্কিন পপতারকা একটি আবেগঘন বার্তায় লেখেন— “আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।” ছবিতে প্রিয়াংকার গ্ল্যামারাস লুকের এক ঝলক তুলে ধরা হয়; যদিও ছবিটি কিছুটা অস্পষ্ট, তবু তাতে দম্পতির আবেগ ও ভালোবাসাই প্রতিফলিত হয়েছে।
এর আগে ২০১৮ সালের ১৮ জুলাই লন্ডনে প্রিয়াংকার জন্মদিনের দিন তাকে বিয়ের প্রস্তাব দেন নিক। সে বছরের শেষেই, ১ ও ২ ডিসেম্বর, ধর্মীয় রীতিনীতি মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের প্রথম কন্যাসন্তান মালতি মারি চোপড়া জোনাসের জন্ম হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াংকা ও নিক নিয়মিতই তাদের ভালোবাসার মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। জন্মদিন, বিবাহবার্ষিকীসহ নানা বিশেষ দিনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে তারা কখনোই পিছপা হন না।

উল্লেখ্য, সামাজিক মাধ্যম ‘এক্স’-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমেই তাদের প্রেমের শুরু। পরে ফোনালাপের পর ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে প্রথম মুখোমুখি সাক্ষাৎ হয় তাদের। একই বছর মেট গালার রেড কার্পেটেও একসঙ্গে হাঁটতে দেখা যায় এই যুগলকে। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে, যার ধারাবাহিকতায় সে বছরের শেষেই গাঁটছড়ায় বাঁধা পড়েন তারা।


