মোঃ ইকরাম হাসান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত অধ্যাদেশ প্রকাশ না হওয়ায় আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশ দ্রুত জারি করার দাবিতে আগামী শনিবার পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে উদ্যোগ না নিলে আসছে রোববার (৭ ডিসেম্বর) থেকে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচিতে নামবেন শিক্ষার্থীরা।
বুধবার (৩ ডিসেম্বর) বিক্ষোভ শেষে ঢাকা কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, “সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে আছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে জটিলতা বাড়ছে। এ অবস্থায় আমরা বাধ্য হয়েই আন্দোলনের পথে নামছি।”
তিনি আরও জানান, আলটিমেটামের সময়সীমার মধ্যে যদি সরকার অধ্যাদেশ জারি না করে, তাহলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। “যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে,” বলেন আব্দুর রহমান।
সাত কলেজের শিক্ষার্থীরা আশা করছেন, সরকারের দ্রুত হস্তক্ষেপে সংকটের সমাধান হবে এবং প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা গড়ে উঠবে।

