মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি :
আজ ০৪ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির প্রফেসর সাইদুর রহমান। যিনি বিশ্বের শ্রেষ্ঠ গবেষকদের মধ্যে অন্যতম। বর্তমানে তার সাইটেশন সংখ্যা ৮২ হাজারেরও বেশি।
রিসার্চের গুরুত্ব, কিভাবে রিসার্চ পেপার লিখতে হবে এবং কিভাবে স্কলারশিপ পাওয়া যায় এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রফেসর সাইদুর রহমান। এছাড়াও তিনি তার পক্ষ থেকে রসায়ন বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন।
উচ্চশিক্ষা নিয়ে তিনি বলেন কারো সিজিপিএ যদি ৩.৬৫ এর উপরে থাকে তাহলে সানওয়ে ইউনিভার্সিটিতে সরাসরি ভর্তি হতে পারবে। এছাড়াও রসায়ন ১৯ ব্যাচের মারুফ নামক শিক্ষার্থীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইংলিশ ল্যাংগুয়েজের প্রতি জোর দিতে হবে কারণ সুপারভাইজারের সাথে ইংলিশে কথা বলা থেকে শুরু করে রিসার্চ আর্টিকেল পড়তে হয়। অনেকে কমিউনিকেশন গ্যাপের জন্য প্রথম ছয়মাস সাফার করে।
এছাড়াও জবির রসায়ন বিভাগ নিয়ে তিনি বলেন,” জবির রসায়নের সাথে আমার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে, আমি এটাকে আরও অনেকদূর এগিয়ে নিতে চাই”
উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান এ.কে.এম লুৎফর রহমান এবং সেমিনার এরেইন্জমেন্ট কমিটির কনভেনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আমিনুল হক। এছাড়াও রসায়ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ সেমিনারটিতে অংশগ্রহণ করেন।







