স্কাইপ প্ল্যাটফর্মটি আগামী ৫ মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে—এমনটাই জানিয়েছে মাইক্রোসফ্ট। প্রতিষ্ঠানটির প্রযুক্তি সহায়তা ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ব্যবহারকারীদের সব অ্যাকাউন্ট ও তথ্য ‘মাইক্রোসফ্ট টিমস’-এ স্থানান্তর করা হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর প্রভাব পড়বে স্কাইপের উভয় ধরনের—বিনামূল্যে ও অর্থপ্রদানে ব্যবহারকারীদের ওপরই।
তবে ‘স্কাইপ ফর বিজনেস’ ব্যবহারকারীরা এই পরিবর্তনের আওতায় পড়ছেন না।
উল্লেখ্য, ২০০৩ সালে চালু হওয়া স্কাইপ ভিডিও কল ও বার্তাবিনিময়ের ক্ষেত্রে একটি জনপ্রিয় মাধ্যম ছিল। ২০১১ সালে মাইক্রোসফ্ট এটি কিনে নেয় এবং এরপর থেকেই ধীরে ধীরে ফোকাস সরিয়ে নেয় ‘মাইক্রোসফ্ট টিমস’-এর দিকে।
বর্তমানে কর্মক্ষেত্র ও দলীয় যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে টিমস আরও বিস্তৃত ও আধুনিক সুবিধা দেওয়ায়, মাইক্রোসফ্ট স্কাইপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।