মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁড়াদহ ইউনিয়নের বকুলতলার আনছার মোড়ে স্কুলে যাবার পথে দ্রুতগামী মাটিবাহী ড্রামট্রাকের চাপায় অটোভ্যান আরোহী স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
নিহত সাবিনা ইয়াসমিন (৪২) উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও উল্লাপাড়া আঁচলগাঁতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। এদিকে ঘটনার পরপরই দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবিতে রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী।
এলাকাবাসী দাবি করেন এই রোডে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এর মূল কারণ অদক্ষ চালক। রিক্সা ভ্যানের চালকেরা বর্তমানে এই ড্রাম ট্রাকের চালক হওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে। এই অদক্ষ চালকের হাতে যেন আর কোন মানুষের মৃত্যু না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা ইয়াসমিন একটি অটোভ্যানে তার ৮ বছরের ছেলেকে নিয়ে কর্মস্থলে স্কুলে যাচ্ছিলেন। তারা উপজেলার বকুলতলা আনসার মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

