বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করেছে। কিন্তু স্বৈরাচার সরকারের দীর্ঘ ১৭ বছরে এ দেশের মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারেনি। আলেম-ওলামাদের উপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে, তাদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে, ঘরে ঘুমানোরও সুযোগ দেওয়া হয়নি। একমাত্র বিএনপিই আলেম-ওলামাদের যথাযোগ্য সম্মান দিয়ে এসেছে এবং আগামীতেও দেবে।
শনিবার (৪ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা ওলামা দল এবং পৌর ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবসময় সকল ধর্মের মানুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দিয়ে এসেছে। ইসলাম ধর্মসহ সকল ধর্মের মানুষ মিলে মিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই বিএনপির মূল আদর্শ।
তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকারের দমননীতি গোটা দেশকে কারাগারে পরিণত করেছিল। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। বিএনপি জনগণের দল এই দলই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করছে এবং আলেম-ওলামা থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করেছে।”
এসময় তিনি ওলামা সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আলেম-ওলামারাই জাতির দিকনির্দেশক। তাদের ভূমিকা ছাড়া সমাজ ও রাষ্ট্র অন্ধকার থেকে আলোর পথে যেতে পারে না। বিএনপি সবসময় ওলামা সমাজের পাশে ছিল এবং থাকবে।”
ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন, যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাশেদ মাতুব্বর, বিএনপি নেতা খায়ের মাতুব্বর, কাঞ্চন মোল্লা, সাইফুল ইসলাম, পুরুরা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন, সাবেক নগরকান্দা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম লিয়াকত আলী, নগরকান্দা উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, পৌর ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।