পবিত্র রমজান মাসকে সামনে রেখে সৌদি আরব সরকার নামাজের সময় মসজিদের বাইরের লাউডস্পিকার বা মাইকের ব্যবহার সীমিত করার নির্দেশ দিয়েছে। মন্ত্রক জানায়, এখন থেকে বাইরের মাইক শুধুমাত্র আজান বা নামাজ শুরুর সংকেত (ইকামা) দেওয়ার সময় ব্যবহার করা যাবে, পুরো নামাজ চলাকালীন এটি চালু রাখা যাবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করে মসজিদগুলোর প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য। দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ গালফ নিউজকে নির্দেশনার সত্যতা নিশ্চিত করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি নির্ধারিত নামাজের সময়সূচী কঠোরভাবে মেনে চলা জরুরি। বিশেষ করে প্রতিটি নামাজের আজান ও ইকামার মধ্যবর্তী সময়ের ব্যবধান ঠিকভাবে পালন করতে হবে। উদ্দেশ্য হলো মসজিদের ভেতরে শান্তিপূর্ণ ও আধ্যাত্মিকভাবে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং আশপাশের আবাসিক এলাকার মানুষের বিরক্তি কমানো।
রমজানের প্রস্তুতিমূলক নির্দেশনায় ইফতারের আয়োজনকেও নির্দিষ্ট স্থানেই সীমিত করার কথা বলা হয়েছে। মসজিদের ভেতরে খাবার পরিবেশন করা যাবে না। পানি ব্যবহার সতর্কভাবে করতে এবং অতিরিক্ত পানি মজুদ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মসজিদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। নারীদের নামাজের জায়গা, অন্যান্য সুযোগ-সুবিধা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে মসজিদ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি সরকারের এই নির্দেশনা দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রতি বছর রমজানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লির পদচারণায় মুখরিত সৌদি আরবের মসজিদগুলোতে এই প্রস্তুতি শৃঙ্খলা ও ইবাদতের পরিবেশ আরও সুসংগঠিত করবে বলে আশা করা হচ্ছে।

