মোহাম্মদ মাসুদ মজুমদার:
ঢাকার বনানীর শেরাটন হোটেলে মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন ব্যবসায়ীদের সংগঠন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির যাত্রা শুরু হয়।জমকালো আয়োজনে চেম্বারের লোগো উন্মোচন করে এবং উদ্ধোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।
এসএবিসিসিআই-চেম্বার এর উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নেতৃবৃন্দসহ রাজনৈতিক, ব্যবসায়িক ও কূটনৈতিক মহলের দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধুমাত্র ধর্মীয় বা মানবিক নয়, এটি পারস্পরিক আস্থার ওপর দাঁড়ানো এক দীর্ঘমেয়াদি বন্ধুত্ব। এসএবিসিসিআই সেই বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে।’
তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশের বন্দর, বিদ্যুৎ, জ্বালানি ও মেগা প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।
এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, ‘ভাবতে অবাক লাগে, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পর এসে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ চেম্বারের জন্ম দেখতে পাচ্ছি। আমার মনে প্রশ্ন, এতো দেরিতে কেন? তিনি বলেন, মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, অথচ এতো দিনেও এই চেম্বার গড়ে ওঠেনি—তা বিস্ময়ের। তবুও এই শুভ সূচনাই আশা জাগায়। ’
অনুষ্ঠানে বক্তব্যে তিনি আরও বলেন, আমরা চাই, দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হোক, পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও বাড়ুক বিস্ময়কর দ্রুততায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরব–বাংলাদেশ চেম্বার দুই দেশের ব্যবসায়ী সমাজকে এক সেতুবন্ধনে যুক্ত করবে, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও ভবিষ্যতমুখী করে তুলবে।
অনুষ্ঠানে অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দুই দেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা,সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে সবাই দাঁড়িয়ে অনুষ্ঠান এর সূচনা হয়।
এসময় সৌদি প্রতিনিধি দলের ২০ সদস্যের একটি উচ্চপর্যায়ের টিম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়, যার নেতৃত্ব দেন মাজদ আল উমরান গ্রুপের কর্ণধার শেখ ওমর আব্দুলহাফিজ আমিরবক। হসপিটালিটি, আবাসনসহ বেশ কিছু খাতে ব্যবসা আছে এ গ্রুপের। প্রতিনিধি দলে আছেন আল ইসায়ি গ্রুপের পরিচালক নাজি আব্দুল্লাহ। সেবা, উৎপাদনসহ নানা খাতে বিনিয়োগ আছে এ কোম্পানির। প্রতিনিধি দলে আছেন বাদশাহ আব্দুল আজীজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আসিফ সালাম। যিনি একটি আইটি কোম্পানিরও কর্ণধার। সামিটে অংশ নিয়েছেন সৌদি আরবের আল তৈয়বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ ডক্টর খালিদ আল হারবি।