ভারতের প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে শাহরুখ খান ও তাঁর পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। অভিযোগ, ওয়েব সিরিজ দ্য ব্যাডস অব বলিউড-এ সমীরের চরিত্র নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা তার সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
দিল্লি হাইকোর্টে দায়ের করা মামলায় বিবাদী হিসেবে নাম এসেছে শাহরুখ ও গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সসহ কয়েকজন সংশ্লিষ্টকে। মামলায় সমীর স্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে কোনো কনটেন্ট প্রচার না হয়। এছাড়া তিনি ২ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি করেছেন, যা ক্যানসার রোগীদের চিকিৎসায় দান করার পরিকল্পনা রয়েছে তার।
বিতর্কের সূত্রপাত
দ্য ব্যাডস অব বলিউড সিরিজটি গত ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। সিরিজটির পরিচালক আরিয়ান খান। প্রথম পর্বে দেখা যায়, সাদা শার্ট–কালো প্যান্ট পরিহিত এক পুলিশ অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। চেহারা ও ভঙ্গিমার কারণে দর্শকদের একাংশ চরিত্রটিকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে তুলনা করেছেন। এ দৃশ্য নিয়েই বিতর্কের সূত্রপাত হয়।
২০২১ সালের ৩ অক্টোবর মুম্বাইয়ে মাদক মামলায় গ্রেফতার হন আরিয়ান খান। ২৫ দিনের কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। পরবর্তীতে ২০২২ সালের মে মাসে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পান আরিয়ান। তবে এই ঘটনার পুনঃউল্লেখ এবং সমীর ওয়াংখেড়ের চরিত্রের সংযোগ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে, যা আদালতের মাধ্যমে এখন সমাধানের মুখে।

