চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যু নিয়ে দায়ের করা হত্যা মামলায় আদালত নতুন নির্দেশনা দিয়েছেন। মামলায় অভিযুক্ত সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডন-এর পর এবার সামিরার মা লতিফা হক লিউ বা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঢাকার একটি আদালত বুধবার (২৮ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। আদালতের মতে, জিজ্ঞাসাবাদ ও তদন্ত প্রক্রিয়া চলাকালীন লুসি যদি দেশ ত্যাগ করেন, তাহলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। তাই তিনি ‘স্টপ লিস্ট’-এ অন্তর্ভুক্ত থাকবেন এবং মামলার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিদেশে যেতে পারবেন না।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন (সালমান শাহ)। প্রথমে এটি আত্মহত্যা হিসেবে ধরা হলেও বাবা কমরউদ্দীন আহমদ চৌধুরী হত্যার অভিযোগ জানান। পরবর্তীতে মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করা হয়।
মামলায় সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সালমান শাহর মৃত্যুর সময় গলায় দড়ির দাগ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। মামলার বাদীপক্ষের অভিযোগ, মৃত্যুর প্রকৃত কারণ পরিকল্পিত হত্যা।
মামলার অন্য আসামিরা হলেন: শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও কিছু আসামিও মামলায় অন্তর্ভুক্ত। আদালতের এই নির্দেশনার মাধ্যমে মামলার তদন্ত প্রক্রিয়ায় কোনো বিঘ্ন না ঘটাতে লুসির বিদেশ যাত্রা আপাতত বন্ধ রাখা হলো।







