বলিউড সুপারস্টার সালমান খান তার ৬০তম জন্মদিন উদ্যাপন করেছেন মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রথম কেক কেটে।
১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের পরিবারের ঘরে জন্মগ্রহণ করা সালমান এবার জন্মদিনটি পরিবারের সঙ্গে মুম্বাইয়ের বাইরে, পানভেলের খামারবাড়িতে উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এই অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের কাছের কয়েকজন ব্যক্তিও উপস্থিত ছিলেন।
প্রতি বছর মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন উদ্যাপন করলেও নিরাপত্তাজনিত কারণে এবার অনুষ্ঠানটি বাইরে আয়োজন করা হয়েছে। জন্মদিনের আগের রাত ২৬ ডিসেম্বর মধ্যরাতে মিডিয়া ও সাংবাদিকদের সঙ্গে প্রথম কেক কেটে অনুষ্ঠান শুরু করেন সালমান। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।
নিরাপত্তা ঝুঁকির কারণে সালমানকে বিশেষ সুরক্ষায় রাখা হয়েছে। বাড়ির ভেতরে এবং বাইরে সর্বক্ষণ নিরাপত্তা বলয় বজায় রাখা হচ্ছে, যাতে তিনি নিশ্চিন্তে জন্মদিন উদ্যাপন করতে পারেন।
বলিউডে ‘ভাইজান’ খ্যাত এই তারকা দীর্ঘ ত্রিশ বছরের ক্যারিয়ারে একাধিক রোমান্স, অ্যাকশন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য সমাদৃত।

