ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও কিয়েভ একটি কূটনৈতিক সমাধানের কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ।
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছে শুক্রবার (২৪ অক্টোবর) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার বিশ্বাস, আমরা একটি কূটনৈতিক সমাধানের খুব কাছাকাছি আছি।”
যদিও যুদ্ধবিরতি নিয়ে তাত্ক্ষণিক অগ্রগতি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি স্থগিত করেছেন, তবুও দিমিত্রিয়েভ মনে করেন দুই নেতা অচিরেই নতুন করে আলোচনায় বসতে পারেন।
রুশ এই দূত বলেন, “আমি আশাবাদী যে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানে একটি বাস্তবসম্মত পথ তৈরি হচ্ছে।”
এর কয়েক দিন আগেই ইউরোপীয় কূটনীতিকরা জানিয়েছিলেন, ইউক্রেনের বর্তমান নিয়ন্ত্রণরেখা ধরে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশ কিয়েভের সঙ্গে নতুন একটি প্রস্তাব নিয়ে কাজ করছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ধীরে হলেও ইউক্রেনের কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে।
দিমিত্রিয়েভের যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প প্রশাসন রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের দাবি, এটি পুতিনের ওপর চাপ বাড়ানোর কৌশল। তবে দিমিত্রিয়েভের মতে, এসব নিষেধাজ্ঞা রাশিয়াকে দুর্বল করবে না—বরং “আমেরিকার গ্যাস স্টেশনে জ্বালানির দামই বাড়াবে” এবং শেষ পর্যন্ত “নিজেদের জন্যই বিপর্যয় ডেকে আনবে।”
তিনি আরও বলেন, “রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ অব্যাহত রাখা জরুরি। তবে সেটি হতে হবে পারস্পরিক সম্মান ও রাশিয়ার স্বার্থ বিবেচনায় রেখে।”
মার্কিন সংবাদমাধ্যম Axios জানায়, দিমিত্রিয়েভ শনিবার (২৫ অক্টোবর) মিয়ামিতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন। রুশ সংবাদসংস্থা TASS-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও কয়েকজন মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন, যদিও তাদের নাম প্রকাশ করেননি।







