বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
জানা যায়, শেখ আক্তার হোসেন গত শুক্রবার (২১ নভেম্বর) তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বাউল শিল্পী আবুল সরকারের কথা তুলে ধরেন। ভিডিওতে তিনি বাউল শিল্পীদের গানের কথা উল্লেখ করে মহান আল্লাহ কে চোর বাটপার ও খুনি বলেন। এছাড়াও তিনি বর্তমান সরকারকে তালেবান সরকার বলেন। ভিডিও টি ছড়িয়ে পড়লে স্থানীয় আলেম ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিষয়টি থানা পুলিশ কে অবহিত করলে শেখ আক্তার হোসেনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সালথা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, মহান আল্লাহ কে নিয়ে কটুক্তি ও ধর্ম অবমাননার দায়ের করা মামলায় পল্লী চিকিৎসক শেখ আক্তার হোসেন কে আটক করা করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

