বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যুক্ত হতে যাচ্ছেন আরও একজন নারী পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে রুবাবা দৌলা হচ্ছেন বিসিবির দ্বিতীয় নারী পরিচালক। উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে একই পদে ছিলেন ইশফাক আহমেদ, যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বিতর্কে জড়িয়ে পড়েন। পরে এনএসসি তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়।
সূত্র জানায়, ইশফাক আহমেদের স্থলে রুবাবা দৌলাকে নিয়োগের সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত করেছে এনএসসি। তবে ওরাকলে দায়িত্ব পালন করায় রুবাবা আগে প্রতিষ্ঠানটির কাছ থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র নিতে চান।
এনএসসির এক কর্মকর্তা জানান, “রুবাবার ছাড়পত্র এবং বিসিবিতে যোগদানের প্রক্রিয়ায় কোনো জটিলতা নেই। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া তিনি এক যুগেরও বেশি সময় গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বকালেই গ্রামীণফোন ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর।
ব্যবসা ও নেতৃত্বে নারীদের ভূমিকা বৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার লাভ করেন।
রুবাবা দৌলা বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী কামরুল হাসানের ভাগ্নি এবং খ্যাতনামা নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাতিজি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্নের পর তিনি উচ্চশিক্ষা নেন স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুলে।

