বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তি শিল্পী ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। একসঙ্গে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তারা। বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি সেখানে গিয়ে পুরোনো সহশিল্পীকে দেখে এলেন অভিনেত্রী রোজিনা।
রোজিনা জানান, “জুলাই মাসেই জানতে পারি কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন লন্ডনে থাকলেও দেখা হয়নি, কারণ আমাকে কানাডায় যেতে হয়েছিল। তবে নিয়মিতই তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি।”
তিনি আরও বলেন, “সেপ্টেম্বরে কানাডা থেকে লন্ডনে ফেরার পর কাঞ্চনের মেয়ের বাসায় যাই। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প হয়, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় ছিল। নিয়মিত নামাজ পড়ছে, ধীরে ধীরে নানা বিষয়ে কথা বলেছে। ব্রেইনের সমস্যা থাকায় কিছু কথা ভুলে যাচ্ছিল, কিন্তু সামগ্রিকভাবে ওকে ভালোই মনে হয়েছে।”
অভিনেত্রী রোজিনা আবেগভরে বলেন, “কাঞ্চনের সঙ্গে আমার অনেক কাজের স্মৃতি জড়িয়ে আছে। আমরা প্রায় একই প্রজন্মের শিল্পী। তার অধ্যবসায়, সততা আর নিষ্ঠার কারণেই তিনি আজও দর্শকের হৃদয়ে জায়গা করে রেখেছেন। মানুষ হিসেবে কাঞ্চন অত্যন্ত শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক।”
এর আগে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। তখন তার ছেলে মিরাজুল মইন জয় এক বিবৃতিতে জানান, “বাবা চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে। সবাই দয়া করে কোনো গুজবে কান দেবেন না, বরং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন।”
উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চনের গত আগস্টে মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে টার্গেট থেরাপি নিচ্ছেন।