রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। একই সঙ্গে, আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনের সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে লরিচাপায় সিফাত নামের এক মাদ্রাসাছাত্র নিহত হন। এই ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন।
বুধবার দুপুরে তারা কলেজের সামনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, সে সময় প্রশাসনের কিছু ব্যক্তি তাদের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন। এরই প্রতিবাদে এবং ক্ষমা প্রার্থনার দাবিতে বৃহস্পতিবার ফের ফার্মগেট মোড়ে অবস্থান নেন তারা।